হবিগঞ্জ পুরাতন কোর্ট এলাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নুর উদ্দিন সুমন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলি পুরাতন কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় কালেক্টরেট ভবনের ১ নং কনফেকশনারি শপ ও ২ নং কনফেকশনারি শপকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই ভবনের ইয়ামনি রেস্টুরেন্টকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইদিনে কোট প্রাঙ্গনে নিমতলার পাশ^বর্র্তী একটি ভাতের হোটেলকে পোড়া তেল ব্যবহার ও ঢাকানা না রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই আলমগীরের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।