এস.এম.স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আংগারিয়া ইউনিয়ন পরিষদে চত্ত্বরে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি সাধারণ ভোটারের কাছে নৌকা মার্কায় ভোট চান। আংগারিয়া পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার এই নির্বাচনী প্রচার সভার আয়োজন করেন।
আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মোল্যার সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে সব সময় ছিলাম, এখনও আছি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষেই কাজ করবো। শরীয়তপুর-১ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হচ্ছেন ইকবাল হোসেন অপু। আমরা সবাই তাকেই নৌকা মার্কায় ভোট দিবে এবং আপনারা সবাই তাকে নৌকায় ভোট দিয়ে জনযুক্ত করবেন।
এ সময় আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নান্নু, আনোয়ার খান, ৫নং ওয়ার্ড মেম্বার জয়নাল সরদার, ৬নং ওয়ার্ড মেম্বার বাবুল সরদার, ৯নং ওয়ার্ড মেম্বার আকিবর খান, স্থানীয় যুবলীগ নেতা জামাল মোল্যা, মিজানুর রহমান, কবির বেপারী সহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন উপস্থিত ছিলেন