আখাউড়ায় নেতাকর্মীদের পদচারনায় ব্যস্ত আওয়ামীলীগ অফিস, বিএনপি অফিস তালাবদ্ধ

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধিঃ আখাউড়া পৌরসভার অফিসের পাশে উপজেলা আওয়ামীলীগের অফিস। অপরদিকে আখাউড়া-আগরতলা সড়কের মায়াবী সিনেমা হলের উল্টো দিকের একটি মার্কেটের দুতলায় উপজেলা বিএনপির অফিস।

একটি অফিস থেকে আরেকটি অফিসের দূরত্ব মাত্র ৫ মিনিটের পথ। নির্বাচনের ঢামাঢোলে আওয়ামীলীগ অফিস এখন নেতাকর্মীদের ভিড়ে দিনরাত সরগরম। নেতকর্মীদের ভিড় সামলাতে তৈরি করা হয়েছে অস্থায়ী পেন্ডেল। পোস্টারে পোস্টারে আর আলোকসজ্জায় নতুন রূপে সেজেছে আওয়ামীলীগের দলীয় কার্যালয়। স্রোতের মতো আসছে নেতাকর্মী-সমর্থকেরা। এক উৎসবের আবহ আওয়ামীলীগ অফিসে।

অন্যদিকে ঠিক উল্টো চিত্র বিএনপি অফিসের সামনে নেই নেতাকর্মীদের কোন উপস্থিতি। অফিসটি ২৪ ঘন্টাই থাকে তালাবদ্ধ। নেই কোন নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের পদচারনায় আওয়ামীলীগ অফিস মুখরিত হয়ে উঠলেও বিএনপি অফিসে নেতাকর্মীদের কোন উপস্থিতি দেখা যায়না দুটি অফিসের এই চিত্রই বলে দেয় নির্বাচনে আওয়ামীলীগ যতটা এগিয়ে ঠিক ততটাই পিছিয়ে বিএনপি।

আওয়ামিলীগ নেতারা বলছে আইন মন্ত্রী আনিসুল হক একজন সৎ লোক তিনি গত পাঁচ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তাই উনার কোন বিকল্প নাই।

তবে বিএনপির নেতারা বলছে এ আসনটি বিএনপি প্রার্থী শূণ্য করতে প্রথমে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীসহ দুজন প্রার্থীকে বাছাইয়ে বাদ দেওয়া হয়। পরে ইসির নিকট আপিল করে বৈধ হওয়ায় প্রার্থী মুসলিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি যথা নিয়মে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হলেও আদালত তাঁর প্রার্থিতাও স্থগিত করে দিয়েছে। তাই অফিস খোলার প্রয়োজন পড়ছে না।