আবুল হাসনাত, (সিলেট) কানাইঘাট প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারিদিকে নির্বাচনীয় শেষ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা| সিলেট ০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জমে উঠেছে নির্বাচনী ভোটের লড়াই| চারিদিকে প্রার্থীরা বিশাল শোডাউনে মিছিল মিটিং করছেন| ভোটারদের কাছে টানতে উন্নয়নের অনেক ইস্তেহার দিচ্ছিন |
নির্বাচনীয় শেষ প্রচারণায়, আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কানাইঘাট পূর্ব বাজারে বিশাল জনসভায় লাঙ্গল মার্কার সমর্থনে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, বিগত পাচঁ বছরে (কানাইঘাট-জকিগঞ্জ) দুটি উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে| আপনাদের পাশে সবসময় ছিলাম|
অবহেলিত দুটি উপজেলার জন্য অনেক বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করেছি| দিনরাত পরিশ্রম করেছি প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে| যা অনেকটা প্রক্রিয়াধীন রয়েছে| এলাকার উন্নয়নের জন্য জনসাধারণের ডাকে সবসময় সাড়া দিয়েছে| গরীব দুঃখী মানুষের সহযোগিতা করেছি| আমার দ্বারা কোন জনসাধারন মামলার শিকার হয়নি| আমি মানুষকে ভালবাসতে জানি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই| যেখানে যাতায়তের রাস্তা ছিলনা রাস্তা করেছি| স্কুল কলেজ সরকারীকরণ থেকে শিক্ষাখাতে অনেক উন্নয়ন হয়েছে| আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখুন |
এসময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আব্দুল মালেক ফারুক, এডভোকেট আব্দুর রহিম, বাবুল আহমদ, মাহতাব উদ্দিন চৌধুরী, আজাদ স্বাধীন সহ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ|