আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ও সদর আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরনো গরুহাটার সামনে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। বিশাল নির্বাচনী প্রচার মিছিলে অংশ নেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল সোবহান পেশকার, যুগ্নআহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপিসদস্য গৌতম কুমার রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিএম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ, জামালউদ্দীন সরদার, আব্দুস সাত্তার খান, আতিয়ার রহমান, মহিলা কাউন্সিলর মনিরা খানম, মেহেরুন্নেসা মেরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দীন গাজী,সাধারণ সম্পাদক কবীর হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম বিশ্বাস, কামাল হোসেন, ওলিয়ার রহমান, মৃণাল কান্তি দাস, রেহেনা বেগম, পৌর যুবলীগ নেতা জগাইভদ্র, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক তহিদুর রহমান, সদস্য কাওছার হোসেন রুবেল,
আরও অংশ নেয় সাবেক পৌর কাউন্সিলর মিন্টু হোসেন, মনজুরুল ইসলাম মুকুল, পৌরওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর মোড়ল, রমজান আলী, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হাফিজুর রহমান, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক যুবলীগ নেতা শাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা মারুফ সরদার, সালাউদ্দীন, আব্দুল আহাদ, মীর শহিদ, আব্দুল খালেক, তাপস কুমার, কামাল হোসেন, মকবুল হোসেন, যুবলীগ নেতা আসাদুর জামান, ফারুক হোসেন, বিকাশ মজুমদার, রবিন দেবনাথ, লালু গাজী, মাসুমগাজী, মফিজুর রহমান, আব্দুর রহিম, হাসান, বিল্লাল, সুমন, বাবলু, বাবুল, ছাত্রলীগ নেতা সবুজ হোসেন নীরব, আবু শাহীন, আব্দুল হামিদ, আব্দুল হালিম সহপৌরসভা ও সদর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।