একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে টাঙ্গাইল র‌্যাবের অভিযান

হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে টাঙ্গাইল শহরের বিভিন্ন আবাসিক হোটেলে টহলও নতুন বাসস্ট্যান্ডের উত্তর পাশে এলজিডি মোড়ে চেক পোস্টের মাধ্যমে যানবাহনের চালক এবং গাড়ি চেক করছে র‌্যাব ১২ সদস্যরা।

শুক্রবার দুপুরে র‌্যাব ১২ ও সিপিসি ৩ এর উপ-পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম আরা পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, নির্বাচনে অতিকর ঘটনা এড়াতে কেউ যেন অবৈধ অস্ত্র ও ব্যবহার করতে নাপারে সেই লক্ষ্যে আমাদের এই অভিযান। নির্বাচনী পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে