কর্ণফুলীতে বিএনপি পোলিং এজেন্ট পাবেন কি-না শঙ্কা

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে পুলিশী ধরপাকড় ও গ্রেফতার অব্যাহত রয়েছে তাতে নির্বাচনের দিন কর্ণফুলীতে পোলিং এজেন্টও পাওয়া যাবে কি না- তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এমন আশংকা প্রকাশ করেছেন স্বয়ং চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামও।

আর মাত্র একদিন বাকি; যতই দিন ঘনিয়ে আসছে শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে বিএনপি থাকবে কিনাও সন্দেহ দেখা দিয়েছে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নের ৩৯ ভোট কেন্দ্রের ২৫৫টি ভোট কক্ষে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ৩৯ কেন্দ্রের সাথে আনোয়ারা হতে যুক্ত হল ৩টি কেন্দ্র মোট ৩৫ ভেন্যুতে ৪২টি ভোট কেন্দ্রে ৩০ তারিখে ভোট অনুষ্ঠিত হবে।

কর্ণফুলী থানা বিএনপির এক যুগ্ন সম্পাদক নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে হুমকিতে পোস্টার লাগানো সহ মিছিল মিটিং করা যাচ্ছেনা। প্রচার করা যাচ্ছেনা কোন কিছু। এমনকি এজেন্ট ও ভোটার স্লিপ দেয়ার ব্যবস্থাও করতে পারিনি আমরা। ভাগ্যের কী নির্মম পরিহাস আমাদের মনে হয় নির্বাচনের দিন পোলিং এজেন্টও থাকবে কি-না সন্দেহ আছে। কারণ যেভাবে রাতে বাড়ি বাড়ি পুলিশী হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে, তাতে ভয়ে কেহ পোলিং এজেন্টও থাকবেনা।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক এলাকায় নির্বাচনী ক্যাম্প থাকার কথা। আমাদের ক্যাম্প করতে দেয়নি। কলেজ বাজারে বিএনপি অফিসের চেয়ার ভাংচুর করা হয়েছে।’

কর্ণফুলী উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, এ পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকা আমাদের জন্য কঠিন হচ্ছে। যেখানে কোন লেভেল ফ্লেয়িং ফিল্ড নেই। অসমতল মাঠে নির্বাচন করছি। তারপরও সবাই ভোট কেন্দ্রে যাবেন; নির্ভয়ে ভোটে অংশগ্রহণ করবেন।’

কর্ণফুলীতে পোলিং এজেন্ট নিয়োগে প্রস্তুতি কেমন জানতে চাইলে বিএনপি প্রার্থী নিজামের ব্যক্তিগত সহকারি আখতার নবী চৌধুরী বলেন, এমপি সাহেব মনেহয় কয়েকজন বিএনপি নেতার সাথে এ বিষয়ে কথা বলেছেন। তিনি ভালো জানবেন আমি একটু দুরে আছি।’

এ প্রসঙ্গে সরওয়ার জামাল নিজামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি বলেন, এটাতো আপনাদের অফিসিয়াল নাম্বার না। আপনি পত্রিকা অফিসের নাম্বার থেকে কল করেন বলে ফোন লাইন কেটে দেন।’

পরে পুনরায় যোগাযোগ করে কর্ণফুলী উপজেলায় পোলিং এজেন্ট বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক আপনারা পত্রিকায় লিখে দেন সব ঠিক আছে বলে।’

পাশাপাশি কর্ণফুলী উপজেলার অনেক বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন তাদের ফোন ও ধানের শীষ প্রার্থী রিসিভ করছেন না। ফলে ৩০ তারিখে প্রতিটি ভোট কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট থাকবেন কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।