‘কর্ণফুলী উপজেলা উপ-শহরে পরিণত হবে’- জাবেদ

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রার্থীর সমর্থনে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে (সিডিএরটেক) এক নির্বাচনী প্রচারণা পথসভা অনুষ্ঠিত হয়।

এতে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ ওসমান হোসাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল কালাম বকুল (সাবেক চেয়ারম্যান)।

পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি কর্ণফুলী উপজেলা এনেছি ইনশাআল্লাহ।

৩০ ডিসেম্বর পুনরায় জনগণের ভোটে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে কর্ণফুলী উপজেলা উপ-শহরে পরিণত হবে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ্ব হারুন নেভী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল করিম ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুহাম্মদ ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেকান্দর রানা জসিম, লিয়াকত, জুয়েল, আমিন ,এসকান্দর, আকরামসহ প্রমূখ।