আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানে আলম বুলুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুলু উপজেলার কাকিনা ইউনিয়নের হররাম গ্রামের বাসিন্দা। তিনি কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়ন বিএনপি কার্যকরী কমিটির সদস্য।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল জানান, লালমনিরহাট সদর থানার একটি মামলায় কাজিরহাট এলাকা থেকে জানে আলম বুলুকে গ্রেফতার করা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মকবুল হোসেন বলেন, গ্রেফতার বুলুকে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়েছে।