খাগড়াছড়িতে নৌকার বিজয়

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ২৯৮নং আসনে বেসরকারী ফলাফল অনুযায়ী ১৮৭টি কেন্দ্রের মধ্যের মধ্যে বেসরকারী ভাবে ১৮৬টি কেন্দ্রে ২,৩৬,১৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছে (নৌকা)’র প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফের সিংহ প্রতীকের নতুন কুমার চাকমা পেয়েছে ৫৯,২৫৭ ভোট।

রোববার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও (ধানের শীষ) প্রতীকে বিএনপির প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ পেয়েছেন ৫১,২৬৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখার প্রার্থী আ: জব্বার গাজী পেয়েছেন ২৯৩৫, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতিকে সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২৩৪০ ভোট পেয়েছে।

অপরদিকে-নারাইছড়ি দূর্গম কেন্দ্র হওয়াতে ভোট ফলাফল না পাওয়ায় রির্টারিং অফিসার চুড়ান্ত ফলাফল সোমবার ঘোষণা করবেন বলে জানান। ১৮৭ টি কেন্দ্রের মধ্যে ১৮৭ কেন্দ্রের প্রাপ্ত ভোট ৩,৫৭,১৫৪। মোট বাতিল ভোট ৫২০০।

খাগড়াছড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪১হাজার ৮৩৩ জন। ১৮৭ কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। খাগড়াছড়িতে জয়ের লক্ষে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।