মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রপ্তানি খাতে বৃহৎ ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ থেকে দুই দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ শনিবার থেকে আগামীকাল রবিবার পর্যন্ত স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা দেন বন্দর কর্তৃপক্ষ। তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা মো:পিয়ার হোসেন।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দীন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দেশের ব্যাবসায়িদের পরামর্শে আজ থেকে দুই দিনের জন্য আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম পূণরায় শুরু হবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে।