জামালপুরে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

সাহিদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরে শান্তি পূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল ৮টা থেকে গ্রহণ শুরু হয়েছে।

জেলার পাঁচটি আসনে ৫৮১টি ভোট কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত টানা এ ভোট চলবে। শীতের সকালের শুরুতে কেন্দ্রের সামনে উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে বেলাবাড়লে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।

জানা গেছে, জেলার পাঁচটি আসনে এবার আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। এ পাঁচটি আসনে ১৭ লাখ ১৫ হাজার ৩৩৯ জন পুরুষ ও নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮লাখ ৫০ হাজার ২৬৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৭৫ জন।

এ নির্বাচনে জেলায় ৫৮১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ২৩৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৬ হাজার ৪৭০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ শুরু থেকে গণনা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা পাঁচটি আসনে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স এবং ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল নিয়োজিত করেছেন।

সারা জেলায় ১ হাজার ৮০০ জন পুলিশ, বিজিবি ৯ প্লাটুনে ১৮০ জন, সেনাবাহিনীর ৭ প্লাটুনে ৩৯৭ জন, র‌্যাবের ৯০ জন্য সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন। এ ছাড়াও ৭ হাজার আনসার ও ভিডিপি সদস্য এবং ৭০০ গ্রাম পুলিশ ভোট কেন্দ্রে নিয়োজিত রয়েছেন।