বিজিবি, টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফে বিজিবি’র অভিযানে আসামীসহ ২৯,০৪,০০০/- (ঊনত্রিশলক্ষ চার হাজার) টাকা মূল্যমানের ৯,৬৮০ (নয় হাজার ছয়শত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
গত ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপিতে কর্মরত হাবিলদার শ্রী নকুল চন্দ্র রায় এর নেতৃত্বে একটি টহল দল দমদমিয়া চেকপোষ্টে সকল প্রকার যানবাহন তল্লাশীর কাজে নিয়োজিত ছিল।
আনুমানিক ১৮:২০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চেকপোষ্টে পৌছলে কর্তব্যরত টহলদল বাসটি সিগন্যাল দিয়ে থামায়। অতঃপর বাসটিতে আরোহিত যাত্রীদেরতল্লাশী করে দুইজন যাত্রীর কোমরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২৯,০৪,০০০/- (ঊনত্রিশ লক্ষ চার হাজার) টাকা মূল্যমানের ৯,৬৮০ (নয় হাজারছয়শত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামীদের নাম ও ঠিকানা। ১। রবিউল আলম রবি (৩২), পিতা-আব্দুসসালাম এবং ২। শফিকুল আলম (৪২), পিতা-মৃত আবুল বাশার, উভয়ের গ্রাম-উত্তর ফুলেরডেইল, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার দায়ে ধৃত আসামীদের ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ৯,৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।