মিজানুর রহমান সোহেল, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে গতকাল রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম, বিকাল ৫টার সময় একদল পুলিশ তাঁর বাসায় কোন ধরনের উস্কানী ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে ভাংচুর করে।
আমার বাসায় তালা ভেঙ্গে পুলিশবাসায় প্রবেশ করে তল্লাশী চালায়। এসময় পুলিশ আসামী ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী খবর পেয়ে শত শত লোক আসলে পুলিশ চলে যায়। এদিকে সন্ধ্যায় আমি আমার নির্বাচনী এলকায় ভাটি অঞ্চলের হাওর এলাকায় আসলে কাজির বাজার নামক স্থানে আসলে পুলিশে সাত থেকে আট গাড়ী পুলিশ পোষাক পড়া ও পোষাক ছাড়া অনেক পুলিশ আমার গাড়ির বহরে সাথে থাকা কয়েকটি গাড়ি আটক করে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৭জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোন মামলা ছাড়াই গ্রেফতার করেছে।
পুলিশ আমার কোন প্রচারণা করতে দিবে না এটাই তাদের মুল উদ্দ্যেশ্য। আমি সন্দীহান ইলেকশনকমিশন কি করে সুষ্টু নির্বাচন সম্ভব করবে। আমি বিষয়টি পুলিশের ডিআইজি সিলেটসহ নির্বাচন কমিশনকে জানিয়েছি। সরকারকে নির্বাচন কমিশন বলুক আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষা বিরুধী দল হবে আমাদের কে বলুক। সরকার আমাদের কে বলুক যে বাংলাদেশে প্রতিযোগিতা মূলক বিরুধী দল চাই না।
এক প্রশ্নের জবাবে বলেন, যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগন আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্টু হবে না। তবুও জানি ৫০% সুষ্টু হলেই আমি পাশ করবো। তাদের নগ্ন কারচুপি টেবিল কাষ্ট করেও আওয়ামীলীগ জিতা সম্ভব নয়।