এস.এম.স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলায় নির্বাচনি কাজে দায়িত্ব পালনকৃত পুলিশ প্রশাসনের সদস্যদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মোমেন। একই সঙ্গে যে কোন পরিস্থিতি ধৈর্য্যের সঙ্গে মোকাবেলার করার পরামর্শ দিয়েছেন জেলার প্রধান এ পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং কালে তিনি নির্দেশনা দেন।
আব্দুল মোমেন বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে কোন গোষ্ঠী বা পেশীশক্তির পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের রক্ষক হয়ে গণবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার(ডিআই ও-১) জেলা বিশেষ শাখা মোঃ আসাদুজ্জামান, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।