নির্বাচনে ভোট নিয়ে সাংবাদিকদের সহায়তা চাইলেন সোলাইমান আলম শেঠ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রশাসনসহ জনগণের ব্যাপক সহায়তা পেয়েছেন উল্লেখ নির্বাচনে সুষ্ঠ পরিবেশ নিয়ে সাংবাদিকদের সহায়তা চাইলেন জাতীয় পার্টির প্রার্থী সোলাইমান আলম শেঠ।

শুক্রবার সকাল ১১টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় সোলাইমান আলম শেঠ বলেন, আশা করছি সাধারণ মানুষ সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। প্রত্যান্ত জনপদে ব্যাপক জনসমর্থন রয়েছে মন্তব্য করে সোলাইমান শেঠ জানান, সারাদেশের চেয়ে নির্বাচনী পরিবেশ খাগড়াছড়িতে শান্তিপূর্ণ।

এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনি, খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খোরশেদ আলম, জেলা জাতীয়পার্টির যুগ্ম-আহবায়ক মণীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সদ্য যোগদানকারী পাজা নেতা রুইথী, পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ম-সম্পাদক শেখ আহাম্মদ রাজুসহ নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।