উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের দুটি আসনেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। এখনও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনাবা ভোট কাটা ও জাল ভোট দেবার খবর পাওয়া যায়নি। সরেজমিনে অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট পাওয়া যায়নি।
অপরধিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পনে দুপুর ১টার দিকে নড়াইল-২ আসনের শহরের শীব শংকর মাধ্যমিক বিদ্যালয় ও শীবশংকর সরকারি প্রাইমারী কেন্দ্র, ভিসি স্কুল কেন্দ্র, নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, রূপগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি।
নড়াইল-১ আসনের বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয়, নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বুড়িমারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের মাত্র কয়েকজন পোলিং এজেন্ট দেখা গেলেও এ আসনের অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই। তবে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগে জানিয়েছেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে মারধর ও অপমান করে বের করে দেওয়া হয়েছে।
নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক এনপিপি একাংশের কেন্দ্রীয় সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান (ধানের শীষ) জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে। নড়াইল-১ (সদরের ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা) আসনে আওয়মী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তির প্রধান প্রতিদ্বন্ধি হিসেবে লড়ছেন বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ)। এ আসনে মোট ৫জন প্রার্থীনির্বাচন করছেন। এখানে মোট কেন্দ্র ১০২টি। এর মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ। এ আসনে বুথ রয়েছে-৪৮৭ টি। ভোটার ২ লাখ ৩৮হাজার ১শত ৭৪জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ১৯ হাজার ১শত ৯৩ এবং পুরুষ-১লাখ ১৮হাজার ৯শত ৮১।
নড়াইল-২ (নড়াইল পৌরসভা ও সদরের ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বিএনপি প্রার্থী ২০দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) একাংশের কেন্দ্রীয় সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান (ধানের শীষ)।
এখানে ৭জন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলেও জাতীয় পার্টি(এরশাদ) এবং এনপিপি (ছালু) প্রার্থী নৌকা প্রতিককে সমর্থনকরে বসে গিয়েছেন। এ আসনে মোট কেন্দ্র ১৪০টি। এর মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ। বুথ রয়েছে ৬৪৮ টি। ভোটার রয়েছে ৩লাখ ১৭হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ৬০হাজার ৭০৬ এবং পুরুষ ভোটার রয়েছে ১লাখ ৫৭হাজার ১৩৮ জন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতিকে জানান, অবাধ সুষ্ঠুও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনীর ৫শতাধিক সদস্য। এছাড়া, বিজিবি ৪ প্লাটন, র্যাব ৮৭৮ জন, পুলিশ ২হাজার৯ শত ৪ জনসহ আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত।
নড়াইলের দুটি আসনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগ ও বিএনপির দশ কর্মীকে আটক করেছে পুলিশ। নড়াইলের এসপি জসিমউদ্দিন (পিপিএম), নড়াইল জেলা অনলাইনমিডিয়া ক্লাবের সভাপতিকে জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নড়াইল-১আসন থেকে আট জনকে আটক এবং নড়াইল-২ আসন থেকে দুজনকে আটক করা হয়েছে।