হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮ আসনের জনগনের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলে দেশের সার্বিক উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদস্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের উদ্যাগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সকল আসনের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নৌকা মার্কায় ভোট চান।
এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও টাঙ্গাইল-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ওজেলা পরিষদের সদস্য ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনি, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমান খান হোসেল হাজারী, টাঙ্গাইল-৫আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগেরপ্রার্থী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ উপস্থিত ছিলেন।