প্রস্তুত লালমনিরহাট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার শফিউল আরিফ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।

এদিকে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনের ভোট গ্রহণের সরঞ্জাম উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ শুরু হয়েছে। ভোট গ্রহণের সরঞ্জাম কেন্দ্রগুলোর দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।

জেলা রির্টানিং অফিসার শফিউল আরিফ বলেন, ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইউনিয়ন ২০টি, স্থায়ী ভোটকেন্দ্র ১৩২টি, স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬৪৮টি, পুরুষ ভোটার ১লক্ষ ৫৮ হাজার ৪৮, নারী ভোটার ১লক্ষ ৫৯ হাজার ১শত ৬৪।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে ইউনিয়ন ১৬টি, স্থায়ী ভোটকেন্দ্র ১৪১টি, স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭০৩টি, পুরুষ ভোটার ১লক্ষ ৭৩ হাজার ৩ শত ৭৭, নারী ভোটার ১লক্ষ ৭২ হাজার ৯শত৫৭।

লালমনিরহাট-৩ (সদর)আসনে ইউনিয়ন ৯টি, স্থায়ী ভোটকেন্দ্র ৮৯টি, কক্ষের সংখ্যা ৪ শত ৮০ টি, পুরুষ ভোটার ১লক্ষ ২৫ হাজার ৬শত ৯০ জন, নারী ভোটার ১লক্ষ ২৬ হাজার ৫ শত ৫৩। ৩টি আসনের নারী ও পুরষ সংখ্যা মোট ৯লক্ষ ১৬ হাজার ৬শত ৮৯জন। এর মধ্যে ৩৬২টি কেন্দ্রর মধ্যে ২০৮ গুরুত্বপূর্ন কেন্দ্র হয়েছে।

ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। লালমনিরহাটের ৯ লক্ষ ১৬ হাজার ৬ শত ৮৯জন ভোটার নির্বাচনে ভোট দেবেন। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।