বগুড়ায় লাঙ্গলের নির্বাচনী ক্যাম্পে আগুন

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর আসনে মহাজোট প্রার্থীর লাঙ্গলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে সদরের রাজাপুর ইউপির মণ্ডলধরন ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রাজাপুর ইউপি জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস আহম্মেদ বলেন, নির্বাচনী প্রচারণা শেষে রাত ১২টার আগেই বাসায় চলে আসি। পরে নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার খবর পাই। আগুনে চেয়ার, পোস্টার, ডিজিটাল ব্যানার, টেবিল পুড়ে গেছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আগুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করে বিবৃতি দিয়েছেন সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফারুক আহম্মেদ, অধ্যক্ষ মোকছেদুল আলম, আব্দুস সালাম বাবু, শহর জাপা সভাপতি আবু তাহের আকন্দ, সাধারণ সম্পাদক সানাউল্লাহ ছানা, সদর উপজেলা জাপার সভাপতি এইচ এম ইকবাল প্রমুখ।