বাংলাবান্ধা বন্দরে আমদানি-রফতানি ৪ দিন বন্ধ

এম মোবারক হোসাইন, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৪ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এছাড়া বন্দরের অভ্যন্তরে আটকে পড়া পণ্য খালসের জন্য আগামীকাল শনিবার আধাবেলা বন্দরের কার্যক্রম চলবে।

বন্দর ম্যানেজার মামুন সুবহান বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকে আগামী সোমবার পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ব্যাংক ক্লোজিং ও ব্যাংক হলিডে উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।