বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল পরিচালনা

নিজেস্ব প্রতিবেধকঃ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অদ্য ২১ ডিসেম্বর ২০১৮ তারিখ ১০০০ ঘটিকা হতে ১১১০ ঘটিকা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ০২ টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কুরশুঁহ (গাইগুন) ক্যাম্পের চড়ষরপব খরবঁঃবহধহঃ কুর ঝড়ব এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ০২ টি স্পীডবোট যোগে বিআরএম- ১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।

উক্ত যৌথ টহলকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।

পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার এবং সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শান্তিপূর্ণভাবে টহল কার্যক্রম
সম্পন্ন করেন।

উল্লেখ্য যে, বিজিপি এর সাথে গত মার্চ ২০১৮ মাসে ০৪ টি, জুন ২০১৮ মাসে ০৪ টি, জুলাই ২০১৮ মাসে ০৫ টি, আগস্ট ২০১৮ মাসে ০৫ টি, সেপ্টেম্বর ২০১৮ মাসে ০৫ টি, অক্টোবর ২০১৮ মাসে ০৫ টি, নভেম্বর ২০১৮ মাসে ০৫ টি এবং ডিসেম্বর ২০১৮ মাসে ০৫ টি সহ মোট ৩৮ টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।