মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীক নিয়ে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন ১লাখ ১হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০হাজার ৭৩৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩লাখ ৯৩হাজার ৫২৩ ভোট। আর বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৬হাজার ৭৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক ২লাখ ৮২হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম। তিনি তার দলীয় প্রতীক হাতপাখায় পেয়েছেন ২হাজার ৯৪৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবাদুল করিম বুলবুল পেয়েছন ২লাখ ৫১হাজার ৫২২ ভোট। আর বিএনপির প্রার্থী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭হাজার ১১ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ বি তাজুল ইসলাম পেয়েছেন ২লাখ ৭৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল খালেক পেয়েছেন ১হাজার ৩২৯ ভোট। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানা গেছে।