মাদারীপুরের ৩টি আসনেই আওয়ামীলীগের বিপুল ভোটের ব্যবধানে জয়

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ৩টি আসনেই বেসরকারিভাবে আওয়ামীলীগের নৌকার প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার তার কার্যালয়ে ৩০ নভেম্বর রোববার রাত ৯টার পরে এ ফলাফল ঘোষণা করেন। মাদারীপুর সংসদীয় ৩টি আসনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, মাদারীপুর-১ (শিবচর-মাদারীপুর) এ আসনে আওয়ামীলীগ প্রার্থী নূর ই আলম চৌধুরী লিটন (নৌকা) পেয়েছে ২লাখ ২৭হাজার ৪৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতপাখা পেয়েছে ৪৩৬ ভোট, ধানের শীষ পেয়েছে ৩০৫ ভোট।

মাদারীপুর-২ (রাজৈর ও মাদসরীপুর) সদর আসনে আওয়ামীলীগ প্রার্থী ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান (নৌকা) ৩লাখ ১১হাজার ৭৪০ ভোট পেয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ পেয়েছে ২হাজার ৫৮৮ ভোট, স্বতন্ত্র ২হাজার ৪২, হাতপাখা ১হাজার ৭২২, গোলাপ ফুল ২৩৬ ভোট পেয়েছে।

মাদারীপুর-৩ (কালকিনি-মাদারীপুর) এ আসনে আওয়ামীলীগ প্রার্থী ড. আব্দুস সোবাহান গোলাপ (নৌকা) ২লাখ ৫২হাজার ৬৪১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ পেয়েছে ৩হাজার ৩০০, হাতপাখা ২হাজার ১০৫ ভোট।