মানুষ শান্তিপূর্ন ভাবে ভোট দিয়েছে- এমপি শাওন, পূন নির্বাচনের দাবী করেছেন- মেজর হাফিজ

জাহিদুল ইসলাস দুলাল, লালমোহন (ভোলা)প্রতিনিধি:– সারাদেশের মত ভোলার লালমোহনে অত্যান্ত শান্তি ও উৎসব মূখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সমাপ্ত হয়েছে।

লালমোহন পৌরসভা ও৯ টি ইউনিয়নে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে ভোট সমাপ্ত হয়েছে। সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। সকাল ৮ টায় সরকারী শাহবাজপুর কলেজ কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন অত্যান্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটারেরা বিএনপি জামাতের দোষর মেজর হাফিজকে ভয়কট করেছে।

অন্যদিকে নির্বাচনে ভোট দিতে যাননি বিএনপি মনোণীত প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন। বিকালে সাংবাদিকদের তিনি বলেন নিরাপত্তার অভাবে তিনি কেন্দ্রে ভোট দিতে যাননি। এ নির্বাচন একতরফা হয়েছে। কোন সুষ্ঠ নির্বাচন হয়নি। পূন:তফসিল দিয়ে আবার নির্বাচন দেয়ার দাবী জানান তিনি।

লালমোহন উপজেলার সহকারী রিটানিং অফিসার ওলালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, লালমোহন উপজেলার ৮০ টি কেন্দ্রে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে ভোট সমাপ্ত হয়েছে। ভোটারেরা সকাল থেকে সারিবদ্ধ ভাবে তাদের নিজ নিজভোট প্রদান করেছেন। কোথাও কোন অপ্রিতিকর ও অনিয়মের ঘটনা ঘটেনি।