মির্জাগঞ্জ, বিশেষ প্রতিনিধিঃ পূর্বের অন্যান্য জাতীয় ও স্থানীয় নির্বাচনের মত নির্বাচনী আমেজ নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনে সাধারণত মাঠেঘাটে সবখানে নির্বাচনী আলোচনায় মুখরিত থাকে। কিন্তু এই নির্বাচনে সেটা অনুপস্থিত।
এই আমেজহীনতার কারণ মাঠে নেই মূল প্রতিপক্ষ বিএনপি। নানান বাধার মুখে মাঠে সরব হতে পারছে না বিএনপি।
পটুয়াখালী ১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও ঐক্যফ্রন্টের (বিএনপি) প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি গাজী আলতাফুর রহমান।
নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই মাঠে নিরব বিএনপি। মাঝেমাঝে সরব হওয়ার চেষ্টা করলেও বাধার মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়।
বিএনপি বর্তমানে কোনো মিটিং, মিছিল, মাইকিং, জনসভা বা পথসভা কিছুই করতে পারছে না। প্রথমদিকে দু-একটা পথসভা-মিছিল করলেও বর্তমানে নির্বাচনী মাঠ পুরো ফাঁকা। হামলা-মামলার শিকার হয়ে পলাতক রয়েছে বিএনপির নেতাকর্মীরা।
তবে আওয়ামী লীগের প্রচারণা থেমে নেই। তাদের মিছিল, জনসভা, পথসভা, মাইকিং চলছে। এর সাথে ব্যাপক প্রচারণা চলছে হাতপাখা মার্কার। মাইকিং, পথসভা আর মিছিলে এরাও বেশ এগিয়ে। মাঝেমাঝে গোলাপফুল মার্কার মাইকিংও শোনা যায়।
কোনো দলেরই তেমন পোস্টার দেখা যাচ্ছে না মির্জাগঞ্জ উপজেলার কোথাও। বাজারে-বন্দরে নৌকা ও হাতপাখা মার্কার পোস্টার দেখা গেলেও দেখা যাচ্ছে না ধানের শীষের পোস্টার। নির্বাচনী প্রচারণার প্রথমদিকে কিছু পোস্টার দেখা গেলেও তা নামিয়ে ফেলা হয়েছে। তবে বিএনপি’র প্রার্থীর বাড়ির সামনে কিছু পোস্টারের দেখা মেলে। কিন্তু তার নিজের গ্রাম কাঁঠাল তলীতেও সর্বত্র পোস্টার দেখা যাচ্ছে না।
হামলা-মামলার শিকার হয়ে পলাতক রয়েছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের বাজিতা শিশুর বাজারস্থ কার্যালয়ের আগুন দিয়ে পোড়ানের মামলায় সর্বপ্রথম গ্রেফতার হয়েছে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক শামশুল হক। অজ্ঞাত অনেকের নামে মামলা হওয়ায় বিএনপির সকল নেতাকর্মী পলাতক রয়েছে।
মামলার আতঙ্ক ছড়িয়ে পরছে জনসাধারণের মধ্যেও। পুলিশ দু-এক জনকে গ্রেফতার করলেই ফাঁকা হয়ে যায় পুরো বাজার। একারণে প্রতিদিনই সন্ধ্যার পরপরই প্রায় সকল বাজারই ফাঁকা হয়ে যায়। খুব বেশী প্রয়োজন ছাড়া বাজারে যান না জনসাধারণও। ব্যক্তিগত শত্রুতার কারণেও ফেঁসে যাচ্ছেন অনেকে। যে সকল এলাকায় মামলার সমস্যা নেই সেসকল এলাকায়ও সরব হতে পারছে না বিএনপি।