ময়মনসিংহের গফর গাঁওয়ে নৌকার পক্ষে এলএলবিএসের বিশাল মিছিল

ময়মনসিং প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে বুধবার বিকেলে উপজেলার পুখুরিয়া ইউনিয়নের আয়োজনে পুখুরিয়া মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এমপি’র পথসভা সফল করতে গফরগাঁওয়ের যুব সংগঠন এলএলবিএস’র পক্ষ থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলএলবিএস সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম সরকার নেতৃত্বে মিছিলটি বাঘগা প্রাইমারী স্কুলের সামনে থেকে যাত্রা শুরু করে পুখুরিয়া মাঠ প্রাঙ্গণে এসে মিছিলটি পথসভার ভিতর মূহুর্মূহু নৌকা প্রতীকের শ্লোগান তুলে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। এছাড়াও উক্ত পথসভায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।