রেকর্ড গড়ে কুমিল্লা -২ (হোমনা -তিতাস) আসনে সেলিমা আহমাদ মেরী

এমডি.এইচ.হারুন, (কুমিল্লা) হোমনা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হোমনা উপজেলার ৫৩ কেন্দ্রের ফলাফলের মধ্যে মহাজোটের প্রার্থী সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৩২ ভোট।

অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত ডঃ খন্দকার মোশারফ হোসেন ধানের শীষ-৩৮০২ ভোট।

অন্যদিকে তিতাস উপজেলা ৪৫ কেন্দ্রের ফলাফলের মধ্যেও সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতিকে পেয়েছেন ৭৯ হাজার ৩৮০, খন্দকার মোশারফ হোসেন ধানের শীষ-১৭হাজার ১২৩ ভোট। মোট-১লাখ ৯৬ হাজার ১২ ভোট। ধানের শীষ-২০ হাজার ৯২৫ ভোট। ১লাখ ৭৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে নৌকা মার্কার প্রার্থী সেলিমা আহমাদ মেরী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।