এস.এম.স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে এক ভয়াবহ অগ্নকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ২টার সময় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকা পরিমাণ ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-তামিম খানের সেনেটারী দোকান, হেলাল মাদবরের চা স্টল, কামরুল ইসলামের মোবাইলের দোকান, আক্তার হোসেনের কম্পিউটারের দোকান, লোকমানের মুদি দোকান, মনিরের চালের দোকান, তাজুল মাদবরের খাবার হোটেল, আক্তার ঢালীর মুদি দোকান, স্বপনের সেলুনের দোকান, মোফাজ্জেল ঢালীর ফুলের দোকান, আব্দুল হাই আকনের মুদি দোকান ও মমিনুল শেখের খাবার হোটেল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান বলেন, আমরা পুড়ে যাওয়া ১২টি দোকানের তালিকা করেছি। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যপারে তদন্ত চলছে।