জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ আজ ৩০ ডিসেম্বর শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনের ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নে ৪৮৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট প্রদানের মাধ্যমে ১১ লক্ষ ৯৩ হাজার ৬ শত ৪৮ জন নারী ও পুরুষ তাদের আসনের উন্নয়নের জন্য সংসদ সদস্য নির্বাচিত করবেন। তীব্র শীতকে উপেক্ষা করে সকাল সাড়ে সাতটা থেকেইে ভোটাররা তাদের সাংবিধানিক আধিকার ভোটদানের জন্য ভোট কেন্দ্রে আসেন।
তবে প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল নারী ভোটারদের অনেক বেশি উপস্থিতি। জেলার কলাপাড়া উপজেলার ধুলাসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিজন নিয়ে ভোট প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব। এ কেন্দ্রেই সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করেন ভোটার মলি বেগম।
তিনি জানান, কোন বাধা প্রদান ছাড়াই র্নিবিঘ্নে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরো বলেন, যাকে যোগ্য মনে করেছি, যিনি উন্নয়নের জন্য কাজ করবেন তাকেই ভোট দিয়েছি। ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল আলমটিটো বলেন, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের গনতান্দ্রিক অধিকার প্রয়োগ করছেন।
পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিববলেন, উন্নয়নের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়ায় আশা করছি বিপুল ভোটের ব্যধানে বিজয়ী হব। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে আমার আওতাধীনসকল ভোটকেন্দ্রে ভোট গ্রহন চলছে। ভোটারদের নিশ্চিন্ত ভোট প্রদানসহ আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাইনি।