জুবাইদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শেরপুরের ৩টি আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে সেনা, বিজিবি, র্যাব, পুলিশও আনসারের ৭ সহস্রাধিক সদস্য। আর বিচার বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে ২৩টি মোবাইল কোর্ট।
২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্থানীয় সাংবাদিকদের ওইসব তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৩টি নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন সদস্য, বিজিবির ১২৬ জন সদস্য, র্যাবের ৫০ জন সদস্য ও আনসারের ৫৫৮৬জন সদস্য প্রতি উপজেলায় সেনাবাহিনীর ২ টি, প্রতি আসনে বিজিবির ২টি, র্যাবের ২টি করে পেট্রোল টিম টহলে থাকবে। এছাড়া জেলার ৪ টি পৌরসভা ও৫২টি ইউনিয়নে পুলিশের একটি করে পেট্রোল টিম টহলে থাকবে। প্রতি কেন্দ্রে১২ জন করে আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
অন্যদিকে জেলার ৩৯৯টি কেন্দ্রের মধ্যে ২৮৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ (অধিকগুরুত্বপূর্ণ) ও ১১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিতকরা হয়েছে। অন্যদিকে নির্বাচন অনুষ্ঠানে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব)সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডিজাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিতছিলেন।