শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় রাধানগর এলাকায় বৃষ্টি বিলাশ গেস্ট হাউজের আয়োজনে এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে.এম.নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি শ্রীমঙ্গলের উপ-পরিচালক মো.খলিলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামছুল ইসলাম ও স্বর্নপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল ও মিসেস ফাতেমা ইসলাম।

উপস্থিত ছিলেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক সায়েক আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. আব্দুস শুকুর, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ। পিঠা উৎসবে নানা ধরনের দেশীয় পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। উল্লেখ যে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই পিঠা উৎসব চলবে।