জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ আজ ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার টহল কার্যক্রম অব্যহত রেখেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প।
আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা হিসাবে বরগুনা ও পটুয়াখালী জেলা বিভিন্ন স্থানে র্যাবের জোরদার টহল কার্যক্রম ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০১৮ তারিখ থেকে দিন-রাতব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনা শহরের প্রবেশদ্বারে র্যাব চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। কোন অনাকাংখিত ঘটনা যাতে ঘটতে না পারে তা মোবাবিলার জন্য র্যাব এলিট ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন স্থানে র্যাব সদস্যরা অবস্থান নিচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে এই কার্যক্রম অব্যহত থাকবে যাতে জনসাধারণের মধ্যে কোন প্রকার ভয়ভীতি ব্যতীত নির্বিঘ্নে ভোট প্রদান কার্যক্রমে অংশগ্রহন করতে পারে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প’র উপ-পরিচালক এবং কোম্পানী অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ছাড়াও দেশের প্রয়োজনে বিভিন্ন জরুরী মুহূর্তে অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছে।