জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি: সমৃদ্ধির অগ্রযাত্রায় কলাপাড়া-রাঙ্গাবালী-মহীপুর শিরোনামে আগামী দিনের কর্ম-পরিকল্পনার তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন ১১৪ পটুয়াখালী-০৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহীপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বৃহস্পতিবার রাত আটটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গনমাধ্যম কর্মীদের সামনে তিনি এ ইশতেহার উপস্থান করেন। ইশতেহারে সর্বাধিক গুরুত্বের খাত: উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার হিসাবে ৬টি বিষয়ের উপর গুত্বারোপ করা হেয়েছে। খাত গুলি হল (১) পটুয়াখালী-০৪ (কলাপাড়া, রাংগাবালী, মহীপুর) সংসদীয় আসনকে জেলায় উন্নীত করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা (২) মহীপুর থানাকে উপজেলায় উন্নীত করনে উদ্যোগ গ্রহন করা (৩) কলাপাড়া, রাঙ্গাবালী ও মহীপুরে একটি করেস্বাধীনতা ভাষ্কর্য স্থাপনের উদ্যোগ গ্রহন করা (৪) কলাপড়া, রাঙ্গাবালী ও মহীপটুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা (৫) কুয়াকাটা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করা(৬) কলাপড়া, রাঙ্গাবালী, মহীপুর ও কুয়াকাটাতে গুরুত্বপূর্ন স্থানে একটি করে সার্বক্ষনিক উন্মুক্ত ওয়াইফাই জোন তৈরী করা।
ইশতাহারে পটুয়াখালী-৪ সংসদীয় আসনের খাদ্য ও কৃষি, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, ধর্মীয়, ক্রীড়া ও সংস্কৃতি, পর্যটন, বিদ্যুৎ এবং বন ও পরিবেশ খাতের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এছাড়াও কর্মসংস্থান ও বেকারত্ব দূরী করন সহ জন নিরাপত্তা উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। পাশপাশি বাংলাদেশ আওয়ামীলীগের ২১ নির্বাচনী অংগীকার পুরোপুরি বাস্তবায়নের ও অংগীকার নির্বাচনী ইশতারে তুলে ধরেন।
ইশতাহের শেষে তার পারিবারিক পরিচয় এবং রাজনৈতিকপরিচয় তুলে ধরা হয়েছে। নির্বাচনী ইশতারে উপস্থপানের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, সিআইপি মাসুদুর রহমান, উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ এবং মহি ফাতেমা আক্তার রেখা, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ প্রমুখ।
গন মাধ্যম কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। ইশতেহারে জামায়াত-বিএনপি জোটের নৃশংতার খন্ড চিত্র তুলে ধরে এ সময় মহিব বলেন, কোন সংসদীয় আসনকে ঘিরে নির্বাচনী ইশতেহার বাংলাদেশ এ প্রথম।