অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা (শ্যামনগর-কালিগজ্ঞ একাংশ) ৪আসনের ১৩৯টি কেন্দ্রে বেসরকারি ভাবে নৌকা প্রতীক নিয়ে (২,৪২,৮৫১) ২লক্ষ ৪৩হাজার ৮শ ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এস এম জগলুল হায়দার।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী গাজী নজরুল ইসলাম (৩০,৫,৮০) ৩০ হাজার ৫শ ৮০ আশি ভোট পেয়েছেন।
শ্যামনগর -নৌকা: ১,৫৪,৪৪৯, ধানের শীষ: ১৮,৪৭৩।
কালিগঞ্জ আংশিক, নৌকা: ৮৮,৪০২, ধানের শীষ: ১২১০৭। মোট = নৌকা ২,৪২,৮৫১ ভোট, ধানের শীষ-৩০,৫,৮০ ভোট।