সিংড়ায় মহাজোটের প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

মো. আবু জাফর, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুনাইদ আহমেদ পলকের নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে জাতীয় পার্টির নেতাকর্মী একযোগে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বুদার বাজারে জাপার মনোনিত প্রার্থী মাওলানা আনিসুরের নেতৃত্বে পৌর জাতীয় পার্টির আহবায়ক আবুল কালাম মোল্লা, সদস্য সচিব রওশন আলী, সাংগঠনিকসম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সালাম সহ আরো অনেকে মহাজোটের শরিক হিসেবে নৌকার পক্ষে একাট্টা ঘোষনা করেন।

এসময় জুনাইদ আহমেদ পলক জাতীয় পার্টির নেতা কর্মীদের নৌকার ব্যাচ পরিয়ে বরণ করে নেন।