সিংড়ায় হাজার হাজার শ্রমিকদের নৌকার পক্ষে শোডাউন

মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ মনোনিত হেভিওয়েট প্রার্থী জুনাইদ আহমেদ পলকের সমর্থনে কয়েক হাজার মালিক, শ্রমিক নৌকা মার্কার ভোট চেয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শোডাউনে নেতৃত্ব দেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম প্রমুখ।

শোডাউনটি সবার নজর কাড়েন। এর আগে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদুর নেতৃত্বে নৌকার পক্ষে মিছিল করেন।