আবুল হাসনাত, কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় সিলেট ৫- (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নির্বাচনের আমেজ লেগেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসব উদ্দীপনায় মেতেছেন।
অন্যদিকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। নানামুখী কর্মসূচীর মধ্য দিয়ে গণসংযোগ চালাচ্ছেন। জনসাধারণের মন জয় করতে আগাম ইস্তেহার দিচ্ছেন প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী সমর্থক, জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন প্রতীক। ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুনছেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য সৎ ব্যক্তিকে বেঁছে নিবেন এমনটাই জানিয়েছেন ভোটাররা।
৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে নির্বাচনের হাওয়া। চায়ের ষ্টল থেকে হোটেল-রেষ্টুরেন্ট সবার মুখে একটি আলোচনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০১৪ সালের নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে এবারের নির্বাচনে ভোট দিতে জনসাধারণের দ্বিগুণ উৎসাহ উদ্দিপীনা দেখা দিয়েছে।
৩০ তারিখ একাদশ সংসদ নির্বাচনে প্রতীক নির্বাচনে আলোচনায় ব্যস্ত ভোটাররা। সিলেট ০৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসন সিলেটের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী ঘেষা দুটি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় এ আসনের বড় অংশ জুড়ে রয়েছে কানাইঘাট উপজেলার ভোটব্যাংক। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কানাইঘাট উপজেলা। এ আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন, তার মধ্যে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকে আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত (ধানের শীষ) প্রতীকে ওবায়দুল্লাহ ফারুক, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীকে আলহাজ্ব সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী (সিংহ), ইসলামী ঐক্যজোট (আইওজে) এম এ মতিন চৌধুরী (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র মোঃ নুরুল আমিন (হাত পাখা), গণ ফোরাম’র মোঃ বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য) প্রতীকে লড়াই করবেন।
এদিকে কানাইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা লুসি কান্ত হাজং (ভূমি) দায়িত্বপালন করছেন বলে জানা গেছে। নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম জানিয়েছেন, কানাইঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৪৮২৭ জন, মহিলা ভোটার ৮৫২০১ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৮১ টি তার মধ্যে ভোট কক্ষ সংখ্যা স্থায়ী ৩৫৯/১৬ টি অস্থায়ী।
সরেজমিনে নির্বাচনীয় মাঠ তদন্ত করে জানা যায়, পূর্বের ন্যায় এবারও দুটি উপজেলার জনসাধারণরা যাচাই বাছাই করে যে প্রার্থীর দ্বারা (কানাইঘাট-জকিগঞ্জ) দুটি উপজেলার উন্নয়ন করবেন। যারা এ দুটি উপজেলার দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে তাদের নির্বাচিত করবে জনসাধরণ। কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নাছিম আহমদ নামে এক ভোটারের সাথে আলাপকালে জানা যায়, এবার সিলেট ৫-(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নির্বাচন হবে ত্রিমুখী নির্বাচন। তাই শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কার জয় হবে সেটির দেখার বিষয়।