আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আসন ২২৪, সুনামগঞ্জ-১ আসনের ১৫০ টি ভোট কেন্দ্রে আমাদের সোর্সদের পাঠানো হিসেব অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নৌকা প্রতীকে পেয়েছেন-২,৫৩,৯১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী নজির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন-৫৭৫৪৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা নিয়ে গঠিত) আসনের জামালগঞ্জ উপজেলার ৪০টি কেন্দ্রের মধ্যেই ১৫টি কেন্দ্রই হাওরে অবস্থিত।
এই উপজেলার সবগুলো কেন্দ্রই দুর্গম। এ আসনের তাহিরপুর উপজেলার ৪৬ কেন্দ্রের ২৪টিই হাওরে অবস্থিত। সবগুলোই নির্বাচন কমিশনের মতে দুর্গম। এ আসনের আরেক উপজেলা ধর্মপাশার ৬৪টি কেন্দ্রের মধ্যে ২৮টিই হাওরে অবস্থিত। এ উপজেলার সবগুলোই দুর্গম কেন্দ্র। তাই চুড়ান্ত ফলাফল হাতে আসতে সময় লাগতে পারে ।