আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ জন নাশকতা পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে নির্বাচন উপলক্ষ্যে নাশকতা পরিকল্পনার সময় ১৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলেই উপজেলার বিভিন্ন গ্রামের বাসীন্দা।
এব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে ১৯ আসামীকে আদালালতে পাঠানো হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ- এসএস আব্দুস সোবহান জানিয়েছেন।