সেলিম ওসমান উন্নয়নের দিশারী জ্ঞানের প্রদীপঃ নার্গিস মাকসুদ

জি.এম রোমান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সহধর্মিণী মিসেস নার্গিস মাকসুদ বলেছেন, বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান উন্নয়নের দিশারী জ্ঞানের প্রদীপ। সেলিম ওসমানের মতো প্রজ্জ্বলিত মানুষের কারনে নারায়নগঞ্জ-৫ আসন আজকে আলোকিত। এ আলো আমাদেরকে যে কোন মূল্যে ধরে রাখতে হবে।

মঙ্গলবার বিকেলে মুসাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাঙ্গলবন্দ যুগীপাড়া এলাকাবাসী আয়োজিত উঠান বৈঠকে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নার্গিস মাকসুদ আরো বলেন,সেলিম ওসমান একজন মানবতাবাদী মানুষ। তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করা উচিত। সেলিম ওসমানের মতো প্রার্থীকে ভোট দেয়াটাও সৌভাগ্যের ব্যাপার।

৫নং ওয়ার্ডের সাবেক সদস্য সমাজ সেবক কাজী মোতালেব হোসেনর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক বজলুর রহমান, মজিবুর রহমান, মোঃ সাইদুল হক, বাদল চন্দ্র দাস, আয়নাল, মোঃ জালাল, হুমায়ূন কবির, মুক্তার হোসেন, রুহুল আমিন, মোঃ নবী হোসেন, মোঃ তামিম, মোঃ আউয়াল, মোঃ মাসুম, জান্নাত, মোঃ সরাট, আল আমিন, জহিরুল ইসলাম, খাজা রশিদ, মোঃ ইয়াকুব প্রমুখ।