অতিরিক্ত পুলিশ সুপার হলেন বরিশালে কর্মরত ৯ কর্মকর্তা

জাকারিয়া আলম দিপু, বরিশাল জেলা প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

বরিশালে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান ও ফরহাদ সরদার, বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আকরামুল হাসান ও আবুল বাশার, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এস.এম মিজানুর রহমান, পিরোজপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, বরিশাল রেঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার মুকিত সরকার এবং ঝালকাঠি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

তাদের পদোন্নতি দেয়া হলেও নতুন কর্মস্থলে বদলির আগে তারা স্বপদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।