আখাউড়ায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিংকর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

মো: সাইফুল ইসলা্‌ম, আখাউড়া প্রতিনিধিঃ আখাউড়ায় ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংও পোলিংকর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোহম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণকর্মশালায় উপস্থিত ছিলেন আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও আখাউড়া থানারভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার।

একদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া উপজেলায় ৮০০ ভোটগ্রহনকারী প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।

আখাউড়া উপজেলার১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন করা হবে বলেও তিনি জানান।