কুড়িগ্রামে ৪টি আসনে শান্তিপুর্ণ ভোট গ্রহন চলছে

মো: জুয়েল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আজ ৩০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার ৪টি আসনে মোট ৬শ ৯৭টি ভোট কেন্দ্রে শান্তিপুর্ণ ভোট গ্রহন চলছে।

এসব ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৬শ ৭৪ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৫হাজার ৯শ ৯৬ জন। সকাল ৮টা থেকে শুরু এ ভোট গ্রহন চলবে ৪টা পর্যন্ত। কনকনে ঠান্ডার কারনে সকালের দিকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে ভোটারের উপস্থিতি।

৬শ ৯৭ কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১শ কেন্দ্রসহ ৩শ ৭৭টি কেন্দ্র গুরুত্বপুর্ণ বিবেচনায় সে কেন্দ্র গুলোতে আইন শৃংখলার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার সর্বত্রই সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে জেলার কয়েকটি ভোট কেন্দ্রে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের পুলিং এজেন্টদের ঢুকতে না দেয়া এবং কয়েকটি কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালটে পেপারে সিল মারার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। তবে এসব কেন্দ্রে আইন শৃংখলাবাহিনীর তৎক্ষনিক তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।