‘জনগণ পেট্টোল বোমা চায়না জনগণ চায় উন্নয়ন’কর্ণফুলীর ব্রিজঘাটে নৌকার সমর্থনেঃ মোসলেম

জে, জাহেদ, চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯০তম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পুরাতন ব্রিজঘাট চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। আলহাজ্ব ছৈয়দ আহমেদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ। পথ সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এ সময় ভোটারদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘এই নির্বাচনের জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের উন্নয়ন এমনকি কর্ণফুলীর উন্নয়ন। আমার জানা নেই, বাংলাদেশে কোন উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে কিনা! একমাত্র জাবেদ সাহেব’কে প্রধানমন্ত্রী পছন্দ করেন বলে কর্ণফুলী উপজেলার সৃষ্টি হয়েছে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বলেন, ‘বিএনপি জামাতের নেতারা সব সময় বুঝাতেন নৌকায় ভোট দিলে মসজিদে আযান শোনা যাবেনা। আ’লীগ সরকার বিগত ১০ বছর ক্ষমতা ছিলেন কোন আযান বন্ধ হয়নি, মসজিদ বন্ধ হয়নি। বরং আ’লীগ সরকারের আমলে হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করা হচ্ছে। প্রতি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।’ এক পর্যায়ে মোসলেম উদ্দিন বলেন,‘বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। যারা শান্তি চায়, যারা উন্নয়ন চায় তাঁরা নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ ‘জনগণ পেট্টোল বোমা চায়না। জনগণ বাংলা ভাই চায়না। জনগণ চায় উন্নয়ন। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। আগামীতে আ’লীগ সরকার ক্ষমতায় গেলে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। ‘নৌকার পালে হাওয়া লেগেছে। আপনারা জাবেদকে নির্বাচিত করেন। আমি একটি করে নৌকা মার্কায় ভোট ভিক্ষা চাই। কেনোনা জাবেদ নির্বাচিত হলে হতে পারে পূর্ণ মন্ত্রী।’

দক্ষিণ জেলার সম্পাদক মফিজুর রহমান বলেন,‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোন উপায় নেই।’ ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান বলেন, ‘চট্টগ্রাম-১৩ আসনে যিনি প্রার্থী, তাহার পিতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু আওয়ামী লীগের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন। যার উপর ভরসা রাখেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।’ তিনি আরো বলেন, ‘আমরা নেতা হতে পারি কিন্তু আমার পরিবারের ভোট যদি স্বাধীনতা বিরোধীদের বাক্সে যায় তবে এই নেতার কোন দাম নেই। শুধু আমরা নয়, আমাদের মা বোনদের ভোটও নৌকায় আনতে হবে। তাহলেই নেতা হিসেবে আমরা গর্ববোধ করতে পারব।’

সম্পাদক আবু তাহের বলেন, ‘আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। মহাজোটের প্রার্থী জাবেদ ভাই’কে যেকোন মূল্যে বিজয়ী করতে হবে। আজ নবসৃষ্ট কর্ণফুলী উপজেলা পেয়ে জনগণ উন্নয়নের সুফল উপলব্ধি করছে। সুতরাং আবারো আপনারা ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে জাবেদ ভাইকে জয়যুক্ত করবেন আশা করি।’

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী সেলিম হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, আওয়ামীলীগ নেতা শাহাজাদা মহিউদ্দীন, আওয়ামী লীগ নেতা এমএ মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মার্শাল মনির আহমেদ প্রমূখ। এছাড়াও যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ সহ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।