জিপিএ-৫ পেয়ে চা দোকানী পিতার মুখ উজ্জল করলো গর্বিত পুত্র জয়

জি.এম রোমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: বন্দরে প্রাথমিক শিক্ষা সমাপণী(পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সোনাকান্দার গণমুখী আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ চৌধূরী জয়।

সদ্য ঘোষিত ২০১৮ সালের ফলাফল অনুযায়ী জয় সাফল্যের সাথে ওই ফলাফল অর্জণ করে। জয় বন্দরের রূপালী আবাসিক এলাকার বাসিন্দা ক্ষুদ্রব্যবসায়ী লিটন চৌধুরী ও গৃহিণী সুলেখা রানী চৌধূরীর জেষ্ঠ্য পুত্র।

২ভাইয়ের মধ্যে জয় সংসারের বড় সন্তান। সামর্থিকভাবে জয়ের পিতা লিটন চৌধূরীবন্দর থানা সংলগ্ন মার্কেটে সামান্য চা-পুড়ির দোকান চালিয়ে জীবিকানির্বাহ করলেও সন্তানদের নিয়ে তার অগাধ স্বপ্ন রয়েছে। তিনি ২ ছেলেকে উচ্চশিক্ষিত হিসেবে প্রতিষ্ঠা করে যেতে চান। এক আলাপ চারিতায় বড় ছেলে জয় কে টেকনিক্যাল কলেজ থেকে পাশ করিয়ে ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চান।

তবে শিক্ষার্জনে অর্থ-বিত্তই যে সব নয় তা তার এই ক্ষুদে সন্তানু প্রমাণ করেছেন বলে তিনি মনে করেন। পিতা-মাতার নিরলস প্রচেষ্টা স্বার্থক করতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সকলের কাছে দোয়া চেয়েছেন মেধাবী শিক্ষার্থী জয়।