টেকনাফে বিজিবি’র অভিযানে সত্তর হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

টেকনাফ ব্যাটালিয়ন, ২ বিজিবিঃ টেকনাফে বিজিবি’র অভিযানে ২,১০,০০,০০০/- (দুই কোটি দশ লক্ষ) টাকা মূল্যমানের ৭০,০০০ (সত্তর হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক্রেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, হ্নীলা ইউপিস্থ জালিয়াপাড়া বরাবর নাফ নদী পাড় হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপিতে কর্মরত সুবেদার মোঃ ইউসুফ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গত ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ ১৮০০ ঘটিকায় বর্ণিত এলাকায় গমন করে।

আনুমানিক ১৮৩০ ঘটিকায় মিয়ানমার হতে ০১ টি হস্তচালিত নৌকাযোগে ০৪ জন লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এমতাবস্থায় ইয়াবা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত নদীর কিনারায় রেখে অন্ধকারের সুযোগে ঝাউবাগানের মধ্যে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল বর্ণিত এলাকাটি তল্লাশী করে ২,১০,০০,০০০/- (দুই কোটি দশ লক্ষ) টাকা মূল্যমানের ৭০,০০০ (সত্তর হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।