টেকনাফে বিজিবি’র অভিযানে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্য মানের ইয়াবা উদ্ধার

বিজিবি প্রতিবেধকঃ টেকনাফে বিজিবি’র অভিযানে ৫,৪০,০০,০০০/- (পাঁচ কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানা যায় যে, হ্নীলা ইউপিস্থ মৌলভীবাজার উত্তরপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে হ্নীলা বিওপি হতে একটি বিশেষ টহলদল গত ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখ ২৩:৩০ ঘটিকায় মৌলভীবাজার এলাকায় গমন করতঃ মাঠের মধ্যে মৎস খামারের পরিত্যক্ত একটি ঘরে অবস্থান নেয়।

পরবর্তীতে ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখ আনুমানিক ০১:৪৫ ঘটিকায় উক্ত ঘরের পাশ্ববর্তী একটি সরু খালের মধ্যে পানির শব্দ শুনে টহলদল টর্চ লাইটের আলো জ্বালালে ০২ টি ব্যাগসহ কয়েক জন লোককে দেখা মাত্রই তারা অন্ধকারের সুযোগ নিয়ে ব্যাগ ফেলে কর্দমাক্ত এলাকা দিয়ে অতি দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে পালিয়ে যায়।

অতঃপর টহলদল উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে প্রথমে ০১ টি এবং পরবর্তীতেকাদার মধ্য হতে আরও ০১ টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ ০২ টি খুলে গণনা করে ৫,৪০,০০,০০০/- (পাঁচ কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।