নাটোর-১ আসনে ধানের শীষ কামরুন্নাহার শিরীনেরই থাকছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মুনজুরুল ইসলাম বিমলের পরিবর্তে বিএনপি প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরীনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বারজজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আগের ঐক্যফ্রন্ট প্রার্থী বিমলের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ কামারুন্নাহারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

গত ২০ ডিসেম্বর বিমলের পরিবর্তে কামারুন্নাহার শিরীনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নাটোর-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মুনজুরল ইসলাম বিমলকে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নাটোর-১ আসনের কামরুন্নাহার শিরীন হাইকোর্টে রিট দায়ের করেন।