নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ভোট গ্রহণ শুরু

নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসন। সকাল ৮টা হতে সুষ্ঠ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গুরুদাসপুরে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল বেলাই দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। বিএনপির প্রার্থী আব্দুল আজিজের প্রার্থীতা হাইকোর্ট এ রায়ে বাতিল হওয়ায় এ আসনে নৌকা ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় আলাউদ্দিন মৃধা, বাংলাদেশ ইসলামি আন্দোলনের পাখা মার্কায় বদরুল আমিন, বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টির (ন্যাপ) কুড়েঘর প্রতিক নিয়েনির্বাচন করছেন।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোঃ কুদ্দুস তার নিজ নির্বাচনী এলাকার শহীদ সামসুজ্জোহা সরকারী অনার্স কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি বলেন, ভোট কেন্দ্রের পরিবেশ সুন্দর। সুষ্ঠ সুন্দর পরিবেশেভোট গ্রহণ হচ্ছে। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য গুরুদাসপুর উপজেলায় মোট ৬৮ কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। গুরুদাসপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৯,৫৯৭। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৯,৩৯৮জন, মহিলাভোটার সংখ্যা ৮০,১৯৯ জন।